শহরের মাসদাইর এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন মুসলিম একাডেমীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে একাডেমী প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।
একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন একাডেমীর সহ সভাপতি আবু সিদ্দিক ভূঁইয়া, সহ সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক (অর্থ) হাজী মোহাম্মদ হোসেন শেখ, পরিচালক (দপ্তর ও প্রচার) মো. আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) মো. মনির হোসেন খাঁন, পরিচালক (ক্রীড়া) শাহ আলম ভূঁইয়া, পরিচালক (পাঠাগার) আবুল কালাম আজাদ, পরিচালক (সমাজ কল্যাণ) শাহাবদ্দিন আহাম্মদ খন্দকার ও পরিচালক (ধর্ম) ডা. মো. নুরুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পরিচালক খাজা ইরফান আলী, মো. রবিউল আলম খান, নাজমুল কবির নাহিদ, মো. বজলুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য শাজাহান আহাম্মদ প্রধান, আজীবন সদস্য আব্দুল হক মুন্সী, সানোয়ার হোসেন, অ্যাডভোকেট এসএম মোজাম্মেল হক ও এস এম শাহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।