নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

১০ জানুয়ারি ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৭, ৪ জানুয়ারি ২০২৫

১০ জানুয়ারি ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আগামী ১০ জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিরনায়তনে ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৪’এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নিহত ত্বকীর বাবা রফিউর রাবি।  
এবার লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতার উভয় বিষয়ের তিনটি বিভাগে সারাদেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৪’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে আকর্ষণীয় স্মারক ‘ত্বকী’ প্রকাশিত হবে।

সম্পর্কিত বিষয়: