বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ গতকাল শনিবার ২১ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর চাষাড়া রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেড কার্যালয়ে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সভায় আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ লেখক সম্মেলনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব এম এস ইসলাম আরজু, সাদ্দাম মোহাম্মদ, জহিরুল ইসলাম বিদুৎ, এস এ বিপ্লব, জাহাঙ্গীর হোসাইন, মামুন বাবুল, সাদ্দাম হোসেন মীর্জা প্রমুখ।
"শান্তির পৃথিবী চাই, সাম্য-ন্যায়ের স্বদেশ চাই।" "We Want a World of Peace, A Home of Equal Justice." শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর ত্রয়োবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখা আগামী ৩০ ডিসেম্বর সোমবার নগরীর আলী আহম্মেদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে দিনব্যাপি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৪-২৫।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক কর্মপরিকল্পনা ঘোষণা করেন। সকাল সাড়ে নয়টায় জমায়েত ও কবিতার শান্তিযাত্রা অনুষ্ঠিত হবে। দশটায় উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এগারোটায় সেমিনার ও প্রশ্নউত্তর পর্ব। দুপুরের বিরতির পরে দুপুর আড়াইটার শুরু হবে কবি কণ্ঠে কবিতাপাঠ। সন্ধ্যা পাঁচটায় শুরু হবে সমাপনী আলোচনা।
অনুষ্ঠিত সকাল থেকে শুরু করে রাত ৮টায় শেষ হবে বলে জানানো হয়।