নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপ আড়ৎদার মালিক সমিতি এবং নারায়ণগঞ্জ ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ(রেজিঃ নং- ০২৮) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় সমিতি প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হানিফ সরদারকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
পরিচিতি সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নব গঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার বলেন, আমার পিতা মরহুম তারু সরদার একজন সাধারন মানুষের মতো জীবনযাপন করতেন।মেহনতি শ্রমিকরা ছিল ওনার বন্ধুর মতো।
ওনার কোন অহংকার ছিল না।কেউ বিপদে পরলে আমার পিতা এগিয়ে আসতেন।পিতার আর্দশকে ধারণ করে আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো।এই আড়ৎতের কোন ব্যবসায়ীকে কেউ হুমকি ধমকি বা চাঁদাবাজি করলে সে আমার স্বজন হলেও ছাড় দেয়া হবে না।
বক্তব্যে স্থানীয় নির্বাচনের প্রসংগ টেনে নুরুল ইসলাম সরদার বলেন, দল চাইলে আগামীর স্থানীয় নির্বাচনে ইনশাল্লাহ অংশ নেবো।
প্রধান উপদেষ্টা হানিফ সরদার তার বক্তব্যে বলেন,সরদার পরিবার সব সময়ই ত্যাগ স্বীকার করে।নুরুল সরদার একজন সাদা মনের মানুষ।তিনি সকলকে ক্ষমা করে দেন।বিগত সময় আপনারা এ আড়ৎতর দুর্নীতি ও অনিয়ম গুলো দেখেছেন।
বিগত দিনে এখানে অন্যায় অত্যাচার হয়েছে তা আর হবে।যদি কেউ করতে চান দয়া করে সরে যান।ফল আড়ৎদার ব্যবসায়ীদেশ আশ্বস্ত করে হানিফ সরদার বলেন,আপনারা আমাকে যে সন্মান দিলেন তার মর্যাদা আমি রক্ষা করবো ইনশাল্লাহ।
আপনাদের সুখেদুঃখে সকল সময় আমি আপনাদের পাশে থাকবো।আলোচনা সভা শেষে সভাপতি নুরুল ইসলাম সরদার ও উপদেষ্টা হানিফ সরদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফল আড়ৎদার ব্যবসায়ীরা।
রবিবার(২৪ নভেম্বর) বাদ যোহর ৩৫নং সিরাজউদ্দৌল্লাহ্ রোড, সরদার মার্কেট, চাড়ারগোপ, কালীরবাজারে অনুষ্ঠিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার।
২৫ সদস্য বিশিষ্ট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি পদ নুরুল ইসলাম সরদার,মোঃ হান্নান হাজী সিনিয়র সহ-সভাপতি,মোঃ লিয়াকত হোসেন সহ-সভাপতি, মোঃ খোকন ফরাজী,সহ-সভাপতি,তোফাজ্জল হোসেন সহ-সভাপতি,মোঃ আমিনুল সহ-সভাপতি,হুমায়ন কবির ফারুক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যুগ্ম-সম্পাদক,মোঃ আসাদুজ্জামান টুটুল যুগ্ম-সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম-সম্পাদক, সাহবুদ্দিন প্রধান-সাংগঠনিক সম্পাদক, মোঃ বাবুল ভূইয়া-সহ-সাংগঠনিক, মোঃ আকবর শেখ -কোষাধ্যক্ষ,জাহাঙ্গীর ভূইয়া-সহ-কোষাধ্যক্ষ, রুহুল আমিন-দপ্তর সম্পাদক, মোঃ আশ্ররাফ মৃধা-প্রচার সম্পাদক,মালেক বেপারী-সহ-প্রচার সম্পাদক।কার্যকরী সদস্যগন হলেন, জুলফিকার আলী,ইসমাইল ভুইয়া,ওসমান সরকার,মোঃ শুকুর আলী ,মোঃ মিজান মৃধা,সাদ্দাম হোসেন,মোঃ শাহিন,মোঃ রফিক হাজী।
এ ছাড়াও গঠন করা হয় বাজার ব্যবস্থাপনা কমিটি।যা সরকাম অনুমোদিত। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হলেন নূরুল ইসলাম সরদার,সহ-সভাপতি- হান্নান হাজী, সম্পাদক -হুমায়ন কবির ফারুক,যুগ্ন সম্পাদক - মোঃ দেলোয়ার হোসেন,কোষাধ্যক্ষ -আকবর শেখ,সদস্যগন হলেন, হাজী মোঃ দুলাল সরদার, মোঃ সাহাবুদ্দিন প্রধান, তোফাজ্জল হোসেন, খোকন ফরাজী।
৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী হানিফ সরদারকে মনোনীত করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন,হাজী মোঃ রফিক,মোঃ দুলাল সরদার, হাজী মোঃ কালাম শেখ, মোঃ নূর ইসলাম মৃধা,হাজী মোঃ মোতালেব,মোঃ মতিউর রহমান মেম্বার,মোঃ ইব্রাহিম।