সরকারি তোলারাম কলেজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে ও সরকারি তোলারাম কলেজ ছাত্র, শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন সংকটে পাশে থাকার আহ্ববান জানান জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে সাইফুল ইসলামকে সভাপতি ও ইবতিহাজ আবরারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি: মোঃ আজিজুল হাকীম, সাংগঠনিক সম্পাদক: আমেনা আক্তার মিম, অর্থ সম্পাদক: মুনীয়া আক্তার মিম, দপ্তর সম্পাদক: পিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আসিফ. পাঠাগার সম্পাদক: হুমায়র, স্কুল বিষয়ক সম্পাদক: জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আখি আক্তার, পাঠচক্র বিষয়ক সম্পাদক: মারিয়া ফেরদৌস. সহসম্পাদক: মানজারুক ইসলাম। সদস্য আতিকা ইসলাম ও সানজিদ আহাম্মেদ দিহান।
এ সময় নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবি জানানো হয়।
এছাড়াও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ।