নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে উই আর ওয়ান’র উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৩, ৯ নভেম্বর ২০২৪

বন্দরে উই আর ওয়ান’র উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ 

বন্দরে একটি আরাজনৈতিক  সামাজিক সেবামূলক সংগঠন উই আর ওয়ান সোনাকান্দা  এর উদ্যাগে ও প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগীতায় ৫ম বারের  বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকিস্থ উই আর ওয়ান কার্যালয় প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ চক্ষু চিকিৎসা  সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা  সেবা ও চশমা বিতরণ কালে উপস্থিত ছিলেন উই আর ওয়ান সোনাকান্দা সংগঠনের সভাপতি শহিদুজ্জামান (শাহীন), সহ- সভাপতি হোসেন তৌফিক ইমাম (টিপু), সহ সাধারন সম্পাদক রতন মৃধা, সহ সাধারন সম্পাদক মোরছালিন, সাংগঠনিক সম্পাদক আলী আকরাম তারেক, অর্থ সম্পাদক ফিরোজ আল মুজাহিদ দুলাল, উই আর ওয়ান সোনাকান্দা সংগঠনের সদস্য হাবিবুর রহমান হবু, ওয়ালিউল্লাহ, পারভেজ আলম, উল্লাস, সাঈদ হোসেন,আমান উল্লাহ, টমাস মৃধা, সলিমুল্লাহ, ফারুক, মোক্তার হোসেন মামুনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 

সম্পর্কিত বিষয়: