শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের রুগ্ন গার্মেন্টস মালিকদের সংগঠনের ‘সিক গার্মেন্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ’র আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) চাষাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মাহবুবুল হক হীরা (মিলেনিয়াম নীট), সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার হারুন অর রশীদ (তাহা নীট কনসার্ন), সদস্য সচিব আরমান হাসান আতিক (মার্স নীটওয়্যার ), সদস্য আব্দুল খালেক (রাজা নীট)।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ড্রিম এ্যাপারেলস এর ইলিয়াছ সরকার, রাইজিং কটন এর হাসান মাহমুদ, ইসি ফ্যাশন ওয়্যার লিঃ এর সেলিম রেজা পান্না, ম্যানস এ্যাটায়ারস এর মো: কাঞ্চন, বিআর ফ্যাশন এর ফিরোজ আহমেদ, এএস নীটওয়্যারস এর মো: জসীমউদ্দিন, ইউনিটি নীটওয়্যারস এর হাবিবুর রহমান, কেএমএস এর মো: মিজান, ইয়াং ফাশনের আনিসুর রহমান, পিংক ফ্যাশনের মো. সহিদুল ইসলাম, শাহেদ টেক্স ফ্যাশন লিঃ এর মো. হযরত আলী, আবাবিল নীট কম্পোজিটের শফি উল্লাহ মল্লিক, ডেনিস অ্যাপারেলসের ছায়েদুল হক, পদ্মা নীট ওয়্যারের সিরাজ উদ্দিন, রাইমস এ্যাটায়ার্স এর আমিনুল ইসলাম ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ০৫ অক্টোবর শনিবার ‘সিক গার্মেন্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ’ নামে নারায়ণগঞ্জের রুগ্ন গার্মেন্টস এর মালিকগণ একটি সংগঠনের ব্যানারে নিজেদের দুঃখ-দুর্দশার চিত্র সরকারের কাছে তুলে ধরতে আত্মপ্রকাশ করে। সংগঠনটির সার্বিক কার্যক্রম বিকেএমইএ’র আওতাভুক্ত।