“Green Roots Initiative” প্রতিপাদ্যে বন্দরে লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে এবং Ecosapling সংগঠনের সাথে সমন্বয় করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ৩য় শীতলক্ষ্যা সেতুর দু’পাশে সৌন্দর্য বর্ধনের জন্য ৭০টি বৃক্ষরোপন করা হয়। জলবায়ুর এই পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গাছ লাগানোর বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণতা কমাতে লাল সবুজ সোসাইটির এই আয়োজন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. রাশিক নাওয়াল সভাপতি, সহ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোছাঃ রোকেয়া আমান লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ এবং Ecosapling থেকে সাইফান মাহমুদ আদি এবং মো. মমিনুন হক মমিন।
পুরো কর্মসূচিটি উদ্ভোধন করেন জনাব এম. এ মুহাইমিন আল জিহান, উপজেলা প্রশাসন বন্দর।