সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর নেতৃবৃন্দ। থানা পুলিশের সকল সদস্যদের মধ্যে আস্থা যোগানোর মাধ্যমে মাঠে ফেরাতে সৌজন্য স্বাক্ষাৎ করেন তারা। রবিবার (১৮ আগষ্ট) বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ শেষে থানা ভবন পরিদর্শন করেন।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যাসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মাঈন উদ্দীন এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাসায়ী ও সমাজসেবক মো. ইব্রহিম খলিল রাসেল, মো. মাহবুব মুন্সী, ডা: পরশ, মো. জাফর, ওমর ফারুক ও জিল্লুর রহমানসহ আরও অনেকে।
এসময় আলহাজ্ব মো. মাঈন উদ্দীন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে থানার কার্যক্রমের জন্য সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এ বিষয়টি স্মরণ করিয়ে তিনি বলেন, সাধারণ জনগণের সেবায় দায়িত্বশীল হওয়া বড় দায়িত্ব। পুলিশকে তাদের দায়িত্ব পালনে সকল সহযোগীতা করা হবে এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি ও থাকবো।