নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বীরত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বন্দর প্রেসক্লাব ও সাংবাদিক কল্যান সমিতির যৌথ আয়োজনে বন্দর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ সহ প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসাথে স্বাধীন মত প্রকাশের প্রধান অন্তরায় সাইবার নিরাপত্তা আইন বাতিল ও আলোচিত সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবি দাবি করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক জি,এম সুমন, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ, সাংবাদিক কল্যান সমিতির সহ সভাপতি এসএম শাহীন, শরীফ হাসান চিশতি প্রমুখ।
স্মরনসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মামুন মিয়া, প্রচার সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, সদস্য লতিফ রানা, ইকবাল হোসেন, সাংবাদিক কল্যাণ সমিতির বিল্লাল হোসেন ও আরিফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা সবধরনের বৈষম্য দূর করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবী করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ওপর থেকে সবধরনের নিয়ন্ত্রণ পরিহার করতে হবে।
সেজন্য অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা জরুরী।একইসাথে আর কোনো স্বৈরাচার সরকার যেন গণমাধ্যমের কন্ঠরোধ করতে না পারে, সেজন্য যুগোপযোগী ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। দেশের সবসেক্টরে বৈষম্য দূর করার পাশাপাশি সাম্যের বাংলাদেশ গড়তে পেশাদার সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
এসময় রংপুরের আবু সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী, সাংবাদিকসহ নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকলের জন্য দোয়া করা হয়।