নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য আমরা নারায়ণগঞ্জবাসীর দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ১২ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য আমরা নারায়ণগঞ্জবাসীর দোয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র, জনতা ও পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগষ্ট) বিকালে শহরের ডিআইটি মার্কেটের দোতলায় সংগঠনের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক (১) মাহমুদ হোসেন, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহামেদ, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, সহ-সম্পাদক শফিকুল ইসলাম খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনার পূর্বে আলোচনায় বক্তাগণ দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ধৈর্য্য ধারন করা এবং কোনরকম দখলবাজী, চাঁদাবাজী থেকে সমাজকে মুক্ত রাখা এবং সাম্প্রদায়িত সম্প্রিতি অক্ষুন্ন রাখতে সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
 

সম্পর্কিত বিষয়: