ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নারায়ণগঞ্জ জেলা শাখা। শহরের চাষাঢ়া ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় সংগঠনের সভাপতি রোটারিয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এসএম জামান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মোল্লা, হাবিবুর রহমান, জনি মিয়া, হোসেন,মাসুদ, ইউসুফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি রোটারিয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান বলেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠনের স্বেচ্ছাসেবীগণদের ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে রোদ-বৃষ্টিতে ভিজে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করেছেন।
এদের কাছ থেকে যদি আমরা শৃঙ্খলা শিখি এবং চর্চা করি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর হবে। পাশাপাশি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ট্রাফিক বিভাগকে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত হওয়ার অনুরোধ করছি।