বন্দরে মদনগঞ্জ শান্তিনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সামাজিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ জুলাই বিকাল ৪ টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. কফিলউদ্দিন'র সভাপতিত্বে ও শান্তিনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো.আবুল হোসেন'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সমাজ সেবা কার্যালয় উপ পরিচালক মো. আসাদুজ্জামান সরদার। এতে উদ্বোধন করেন সমাজসেবক মো. সাজ্জাদ উদ্দিন অপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল কবির, সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি হাজী মঞ্জুর হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর,মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া,সহ-সভাপতি আরিফুলইসলাম, সাংগঠনিক সম্পাদক হিজবুল বেপারী, কোষাধ্যক্ষ ফয়সাল,মদনগঞ্জ পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. রাজু আহমেদ,সেলিম মোল্লা, মোশারফ হোসেন, সুজন মিয়া, মনির হোসেন।