নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৭, ১২ জুলাই ২০২৪

নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নারায়ণগঞ্জ জেলার কমিটি পুন:গঠন করা হয়েছে। রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমানকে সভাপতি, এসএম জামানকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সোহেল কিরণকে যুগ্ম সম্পাদক করে  ২০২৪-২০২৫ইং আগামী দুই বছর মেয়াদী ৪৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

পরে নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শুক্রবার বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক মোড়ে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় আগামী দুই বছর মেয়াদী এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন উপদেষ্টা লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক, শরিফ উদ্দিন সবুজ, ডা. পিয়ারুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, এ আর জাহাঙ্গীর, মোমেন মিয়া, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ঈব্রাহীম মিয়া, অর্থ সম্পাদক হাছান উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক রূবেল হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রমজান মিয়া, আইন সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক হাসান খান। 

সম্পর্কিত বিষয়: