জনসংখ্যার অধিক চাপে গাছ কেটে তৈরী করা হচ্ছে বাসস্থান। হুমকির মুখে বনায়ন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নাই।
তাই "গাছ লাগান পরিবেশ বাঁচান" এই স্লোগানকে সামনে রেখে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপনের ২য় দিনে ফলজ, বনজ ও ঔষধিগাছ বিতরন কর্মসূচি ও বৃক্ষরোপণ করা হয়। শনিবার (৬ জুলাই) বেলা ১২টায় বন্দর ১নং খেয়াঘাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপন করা হয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জি এম মাসুদ, কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ - সাধারন সম্পাদক জিএম সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,হাজী নাসির উদ্দীন,প্রচার সম্পাদক শাহ জামাল, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, ইকবাল হোসেন, বন্দর সাংবাদিক কল্যান সমিতির সহ- সভাপতি শরিফ হাসান চিশতি, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম শিপু, নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক শেখ আরিফ ও আব্দুল্লাহ আল খালিদ সিফাত প্রমুখ।