নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৩, ৭ জুন ২০২৪

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বিতরণ

“সবুজ প্রকৃতি চাই! সুন্দর পৃথিবী চাই! পাখিদের বাসস্থান চাই”। এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের আয়োজনে ও আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ৭জুন শুক্রবার সকাল দশটায় আদমজী একটিভ হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, ঔপন্যাসিক, গীতিকার প্রফেসর মো. আমির হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান (মতি)।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা কবি লেখক সংগঠক ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, নাট্যকার , সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পেশ করেন লেখক, ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি সংগঠক ওমর ফারুক আল মামুন। অ্যাডভোকেট বিল্লাল হোসেন। কবি সংগঠক নুর ইসলাম বাদল। কবি ও শিক্ষক আবুল কাশেম। এফপিও প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক হাকিম মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক শেখ মোঃ ইয়াছিন, আদমজী একটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক, মোঃ জাবের হোসেন,‌ শিক্ষক সাহাবুবুল আলম সুমন, কবি , সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন, কবি এম আর সেলিম।

সাংবাদিক মোঃ আকরাম এছাড়া অনুষ্ঠানে মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক যগনু আর্টের মো:জাহাঙ্গীর হোসেন, পারভীন আক্তার সহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজানা, সাদিয়া, সেলিনা সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইকবাল হোসেন রোমেছ সভাপতি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন।

 

সম্পর্কিত বিষয়: