নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

শ্রমজীবী মানুষের পাশে ঠান্ডা পানি ও জুস নিয়ে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ১ মে ২০২৪

শ্রমজীবী মানুষের পাশে ঠান্ডা পানি ও জুস নিয়ে

প্রচন্ড তাপদাহে তৃষ্ণা নিবারণে আমাদের মিশন পাড়া সংগঠনের উদ্যোগে শ্রমজীবী, দিনমুজুর এবং মেহনতী মানুষদের মাঝে ঠান্ডা জুস ও বিশুদ্ধ কোমল পানীয় বিতরণ করা হয়ছে।

বুধবার (১ মে) শহরের মিশন পাড়ায় এ ঠান্ডা জুস ও বিশুদ্ধ কোমল পানীয় বিতরণ করা হয়। এরআগে সংক্ষিপ্ত আলোচনা শেষে তীব্র তাপদাহ থেকে রক্ষ্ াপেতে বিশেষ দোয়া করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কথার বিশেষ সংবাদ দাতা জাহিদ আহমেদ, নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট এর সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. আরিফ দিপু, ইসমাইল ভূইয়া জামাল,  মোহাম্মদ আলী আকবর এবং ব্যবসায়ী জনাব তানসেন সহ প্রমুখ মহল্লাবাসী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আমাদের মিশন পাড়ার তাহসিন রকি, মো.রনি, ওমর ফারুক, আব্দুল হান্নান, মিজান, সোহেল, শিবু, সৈকত, মাসুদ, মো. তৈয়ব, মো.স্বপন, আল-আমিন, মো.রাজু, সাংবাদিক জাহিদুল ইসলাম চৌধুরী সহ বন্ধু মহলের রানা, রামু, রনটু এবং ছোট ভাই. আকাশ, আদরসহ আরও অনেকে। 

আমাদের মিশন পাড়ার পক্ষ থেকে জানানো হয়,  প্রায়  ৮০০ বোতল জুস এবং ১০০ বোতল বিশুদ্ধ ঠান্ডা মিনারেল ওয়াটার তৃষ্ণাত মানুষের মাঝে বিতরণ করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: