নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো।রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটি।
রোববার (৭ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎকেন্দ্র আবাসিক এলাকায় তারা এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, হাফ কেজি চিনি, সেমাই, আলু, তেল, পেঁয়াজ, দুধ, গরুর মাংস।
ঈদ উপহার বিতরণের সময় ওই সংগঠনের স্বেচ্ছাসেবী মুকতাদির হোসাইন হৃদয়, সাজিদ, রুবেল, মারুফ, নাঈম,আদর, বায়েজিদ, রায়হান, সুস্ময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩ রা জুলাই রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির প্রতিষ্ঠা হয়। চার বছরে ১ হাজার ৮৮০ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়।