নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৪, ৫ এপ্রিল ২০২৪

সিদ্ধিরগঞ্জে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারেও দোয়া ও আলোচনার মাধ্যমে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ১২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ড চৌধুরীর বাড়ি আদর্শ বাজারে বৃহস্পতিবার এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

মাহাবুবর রহমান মোল্লা’র সভাপতিত্বে  ও শাকিল আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ৭১বাংলাদেশ এর সম্পাদক নবী হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোতাওয়াল্লি বায়তুল মামুর জামে মসজিদ রমজান হোসেন মাদবর, জামাল হোসেন মোল্লা ও খায়রুল আলম। এসময় উপস্থিত অতিথিরা বলেন হিলফুল ফুজুল যুব সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যে সংগঠন ইসলামিক নিয়মে মানুষের কল্যাণে কাজ করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবী হোসেন স্বপন বলেন এই সংগঠনের সকল সদস্য  নামাজী এবং ভালো মনের মানুষ তাই আমি বলতে চাই এই সংগঠন কে আরো বড় করার লক্ষ্যে প্রতিটি পরিবারের অন্তত একজন করে সদস্য হোন এবং আপনার প্রতিদিনের চায়ের খরচ থেকে কিছুটা হলেও অসহায় দরিদ্র মানুষের জন্য সংগঠনের সঙ্গে  শামিল থাকেন। 

তিনি আরও বলেন শুধু মাত্র ঈদ উৎসবে না সংগঠন টি সারাবছর সমাজের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা থেকে মৃত মানুষের দাফন করার দায়িত্ব পালনেও ভুমিকা রাখে তাই আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি আপনার নিজ নিজ জায়গা থেকে এই সংগঠন কে সহায়তা করুন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকুন।

এসময় সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এনি , সদস্য সচীব মোঃ সাইফুল ইসলাম তিতু,  সহ-সভাপতি শহিদুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আতিকুর রহমান সহ সাধারন সম্পাদক, মেরাজ হোসেন-দপ্তর সম্পাদক, মো. আব্দুর রহমান শান্ত, সহ কোষাধ্যক্ষ, মোঃ জাহিদ হাসান প্রচার সম্পাদক, মো. মের জুল ইসলাম প্রমুখ।
 

আরো পড়ুন