নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দর স্বজন সমাবেশের আজান প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ২ এপ্রিল ২০২৪

বন্দর স্বজন সমাবেশের আজান প্রতিযোগিতা

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আগামী ৬ই এপ্রিল শনিবার যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার উদ্যোগে আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজার এলাকায় সকাল ১০টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

অংশগ্রহণকারী সেরা ১০ জনকে নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ৭ থেকে ১৮ বছর বয়সের প্রতিযোগীদের ৪ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৬ এপ্রিল শনিবার পবিত্র শবই কদরের দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ , আলোচনা সভা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানটি সফল করতে মঙ্গলবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কবির সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শহীদুল্লাহ মাস্টার, আতাউর রহমান, দীন ইসলাম দীপু, লতিফ রানা, মোহাম্মদ হোসেন প্রমুখ।  
 

সম্পর্কিত বিষয়: