নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হাতছানি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ টায় হাজীগঞ্জে এ কম্বল বিতরণের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
হাতছানি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বদিউল আলম এর সভাপতিত্বে কম্বল বিতরণের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার এডভোকেট নূরুল হুদা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক অধ্যাপক ডাঃ জসিম উদ্দীন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা,সাংবাদিক মোঃশফিকুল ইসলাম আরজু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব নাজমুল হোসাইন সবুজ, খন্দকার লুৎফর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সেলিনা সুলতানা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্হিত অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের এ আয়োজনে হাজীগঞ্জ এলাকার স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সংগঠনে সদস্যদের মধ্যে আলম ওয়াহিদ রিপন,মাসুদ পারভেজ সেলিম, এমরান স্যার,মাসুদ স্যার,নাজনীন মেম্বার, ভূইয়া কাজল সহ প্রমূখ।