নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ মার্চ ২০২৫

লামিসার ৭ম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ২ মার্চ ২০২৫

লামিসার ৭ম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও মরহুম দৌলত হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খানের একমাত্র কন্যা মনতাজিম খান লামিসার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ মার্চ) বাদ আছর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লামিসার পরিবারের পক্ষ থেকে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মনতাজিম খান লামিসার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সভাপতি এড.সরকার হুমায়ূন, কবির, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,বাংলাদেশ ওনার্স নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, হাজী রতন, কামরুল হাসান মুন্না, আব্দুল আজিজ, সদর থানা জাসাসের আহ্বায়ক জিকু খান, তরুণ সমাজ সেবক নাজির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা হানিফ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।