আজ ৩০ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের প্রয়াত সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২৩ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নারায়ণগঞ্জের রাজনীতিতে এক উদীয়মান নক্ষত্র রশিদুর রহমান রশু।
প্রয়াত রশিদুর রহমান রশু ছিলেন বহুমাত্রীক প্রতিভার অধিকারী। নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন রশু। মৃত্যুর কিছুদিন আগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলনে রাজপথের এক পরীক্ষিত সৈনিক ছিলেন রশু। সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল করার কারণে প্রায় অর্ধশতাধিক মিথ্যা মামলার আসামি করা হয়েছিল তাকে।
বছরের বেশিরভাগ সময় বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এমনকি নিজের মায়ের মৃত্যুর সময় তিনি পালিয়ে ছিলেন। মায়ের জানাজা পর্যন্ত দিতে পারেননি পালিয়ে থাকার কারণে। পারেননি শেষবারের মতো মায়ের মুখটি দেখতে।
দীর্ঘ সময় দলের জন্য জেল জুলুম সহ্য করতে করতে ২০২৩ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রশিদুর রহমান রশু। আজ রশুর প্রথম মৃত্যুবার্ষিকী।
দিনটি উপলক্ষে রশিদুর রহমান রশু স্মৃতি সংসদ এবং তার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।