নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

মারা গেছেন  সাংবাদিক রুমি 

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৪

মারা গেছেন  সাংবাদিক রুমি 

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হ‌য়ে‌ছি‌লো ৭৬ বছর। মৃত‌্যুকা‌লে তি‌নি ৫ পুত্র, না‌তি-নাত‌নিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

শুক্রবার (১৮ অক্টোবর )স কাল সাড়ে আটটার দিকে হাজীগঞ্জস্থ নিজ বাসভবনে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক‌্যজ‌নিত বি‌ভিন্ন রোগে ভুগছিলেন। 

উল্লেখ্য, সদালপী এবং বিনয়ী এহসান কা‌দির রু‌মি নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক দেশের আলোর বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। 

বাদ আছর হাজীগঞ্জ নবু মি‌স্ত্রি জা‌মে মস‌জি‌দে  তাঁর নামা‌জে জানাজা অনু‌ষ্ঠিত হয়। প‌রে তাঁ‌কে পাঠানটু‌লি কবরস্থা‌নে দাফন করা হয়।

প‌রিবা‌রের পক্ষ থে‌কে এহসান কা‌দির রু‌মির বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনার জন‌্য সবার কা‌ছে দোয়া প্রার্থনা ক‌রে‌ছেন।

সম্পর্কিত বিষয়: