নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

কুতুবপুর ই্উপির প্যানেল চেয়ারম্যান মিন্টু ভুঁইয়ার পিতা আর নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:২১, ২৮ মার্চ ২০২৪

কুতুবপুর ই্উপির প্যানেল চেয়ারম্যান মিন্টু ভুঁইয়ার পিতা আর নেই

কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন মিন্টু ভুইয়ার পিতা আইয়ুব আলী ভুইয়া (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে...  রাজেউন। 

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত ১০টা ৪০  মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।  মৃত্যুকালে তিনি ৫ ছেলে,  এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুম আইয়ুব আলী ভুইয়া ভুইগড় পুর্বপাড়ার বাসিন্দা। আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর ভুইগড় কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

নিহতের পরিবারের সুত্রে জানা যায়, আইয়ুব আলী ভুইয়া দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুদিন আগে নিজ বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।