সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকার মরহুম নায়েব আলী মাদবরের ছেলে।
সোমবার (৩০ জানুয়ারি) বাদ যোহর গোদনাইল ধনকুন্ঠা জামে মসজিদের মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে আব্দুর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন তার ভাই বীর মুক্তিযোদ্ধা এহসান কবির, বড় ছেলে শাকিল রহমান, ছোট ছেলে শাহরিয়ার রহমান বাপ্পী জানাযায় উপস্থিত মুসল্লিদের কাছে পিতার জন্য দোয়া চেয়েছেন।
জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি), বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মতিন প্রধান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি ইয়াছিন মিয়া, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন, নাসিক ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, যুবলীগ নেতা মহসিন ভূঁইয়া, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক মোহাম্মদ হোসাইন, উপ গ্রন্থনা বিষয়ক উপ সম্পাদক তামিম ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসমাইল রাফেল, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা কাওসার, সুমিত, জুয়েল, সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমীর হামজা সানী প্রধান সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে গোদনাইল এসওরোড গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।