
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য কাজী সাঈদ এর পিতা কাজী শরিফুল ইসলাম (৭৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১২টায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা বাদ জুম্মা ফরাজিকান্দা বড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য কাজী সাঈদের পিতা মরহুম শরিফুল ইসলামের মৃত্যুতে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশসহ শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।