নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ মার্চ ২০২৫

সাংবাদিক সাজু হোসেন গুরুতর অসুস্থ্য, দোয়া কামনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিক সাজু হোসেন গুরুতর অসুস্থ্য, দোয়া কামনা

গত ১৫ ফেব্রয়ারী ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাজু হোসেন ঢাকার নিঊরো সাইন্স হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারে তিনি কোন প্রকারের ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়নি।

পরবর্তীতে নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের অধ্যাপক জাহেদ আলীর স্বরনাপপ্ন্ন হলে তার ব্রেনের এম, আর, আই করালে মারাত্নক ব্রেনষ্ট্রোক ধরা পরলে বর্তমানে সাজু হোসেন চিকিৎসকের পরামর্শে ফিজিও থেরাপী চিকিৎসা চলমান রেখেছেন। বর্তমানে সে তার নিজ বাড়িতে আবস্থান করছেন।

জানা গেছে তিনি গত ১৪ ফ্রেবয়ারী রাতে ঘুমিয়ে পরদিন সকালে ঊঠে তার ডান হাত ও ডান পায়ে কোন ধরনের শক্তি পায়না। এরপর দিন সে রাজধানী ঢাকার নিঊরো সাইন্স হাসপাতালে গিয়ে চিকিৎসার পর জানতে পারে সে মারাত্নক ব্রেনষ্ট্রোকে আকান্ত।

সাংবাদিক সাজু হোসেন বর্তমানে দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দেনিক আজকের নীর বাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছে। সে তার এক স্ত্রী ও মাকে নিয়ে পশ্চিম দেওভোগ বাংলাবাজার ব্যাংক কলোনী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: