নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জানুয়ারি ২০২৫

মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ২৮ ডিসেম্বর ২০২৪

মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব

দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে সম্মাননা জানিয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেসক্লাব।

শনিবার দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্ট এর অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রকাশক মাহবুবা চৌধুরীসহ মানবজমিন এর সাংবাদিকরা ফ্যামিলি ডে অনুষ্ঠানে সোনারগাঁও ভ্রমণে আসেন। 

এ সময় সোনারগাঁও রয়েল রিসোর্টে  তাদেরকে স্বাগত জানান সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন ও সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক। 

এ সময় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক বজলুর রহমান সিআইপি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু,সোনারগাঁও পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন কমিশনার, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আতা রাব্বি জুয়েল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলমসহ  সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সোনারগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে স্বাগত জানান, সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হোসাইন, দৈনিক আমাদের সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মিজানুর রহমান মামুন, তোমার গাও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।