নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ ডিসেম্বর ২০২৪

বন্দর প্রেসক্লাবে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩১, ২৪ ডিসেম্বর ২০২৪

বন্দর প্রেসক্লাবে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার । পত্রিকা পড়লে জ্ঞানের ভান্ডারে প্রবেশ করা যায়। ইত্তেফাক একটি জনপ্রিয় পত্রিকা। ইত্তেফাক পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল। পরে পত্রিকাটি দৈনিকে রুপধারন করে।

হাঁটিহাটি পা পা করে এই পত্রিকাটি ৭২ বছর র্পদাপন করেছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি। সে সাথে প্রেসক্লাবের সাংবাদিক ভাইদেরকে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানাচ্ছি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক পত্রিকার স্টাফ রির্পোটার হাবিবুর রহমান বাদল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, বন্দর বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান ও  সমাজ সেবক এরিক সরকার প্রমুখ।

বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইত্তেফাক পত্রিকার বন্দর সংবাদদাতা হাজী নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা কবির হোসেন, আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহেবুব মিয়া, সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, প্রচার সম্পাদক শাহজামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য নূরজ্জামান মোল্লা, লতিফ রানা, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না প্রমুখ।

ওই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবন, দৈনিক ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, দৈনিক সময়ের কাগজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল, আজকের নীর বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন, প্রতিদিনের নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি মো: আবু সুফিয়ান, আজকের নীর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হাসান ডালিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।