নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সাথে  মোহাম্মদ আলী’র সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৭, ১৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সাথে  মোহাম্মদ আলী’র সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ আলী। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে হামলায় ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। 

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই প্রেসক্লাব সকলের, এটি কোনো দখলের জায়গা নয়। প্রেসক্লাব তার নিজস্ব গতিতে এবং গঠনতন্ত্র মোতাবেক নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, অতীতে যেভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে ছিলাম, এখনো সেভাবেই প্রেসক্লাবের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম আর কামাল, নাহিদ আজাদ, রফিকুল ইসলাম, রাকিব উল হাসান প্রমুখ।

সম্পর্কিত বিষয়: