নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিয়ে ও হামলার নিন্দা জানিয়ে

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা মন্টি’র একাত্মতা পোষণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২২, ৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা মন্টি’র একাত্মতা পোষণ 

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিয়েছেন মহানগর বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের সকল পদক্ষেপে একাত্মতা ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এখানে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায়না। অতীতেও নারায়ণগঞ্জ প্রেসক্লাবে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে প্রেসক্লাবের পাশে থাকবো। একইসাথে, সন্ত্রাসী হামলায় আহত প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান তিনি।
 
প্রেসক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেসক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় মোয়াজ্জেম হোসেন মন্টির কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।  
 
প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ১৪জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।