নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক রানা’র সুস্থ্যতার জন্য দোয়া কামনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ২০ আগস্ট ২০২৪

সাংবাদিক রানা’র সুস্থ্যতার জন্য দোয়া কামনা

দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা শরীরে টিউমাজনিত কারণে অসুস্থ্য হয়েছেন। সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বাড়িতে শয্যাশয়ী আছেন। আশু সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র পুত্র ফাহাদ বিন সজল।

সজল আরো জানান,তার পিতা এম আর হায়দার রানা গত ১৫ আগষ্ট অফিস চলাকালীন সময়ে আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। পড়ে তাকে একটি প্রাইভেট হসপিটালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।

উল্লেখ্য,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছাড়াও এম আর হায়দার রানা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ,সৃষ্টি গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা,জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতিসহ আরো বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।