নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে আড়াইহাজার থানা প্রেসক্লাব।
মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষোভ ও নিন্দা জানিয়ে প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান যৌথ বিবৃতিতে বলেন , বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’র নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রোববার (১৮ আগস্ট) রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ি নিহত হওয়ার ঘটনায় রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে।
আমরা এই ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি সাংবাদিক রবিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।