![ইতিহাসের এক আকড় গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’ ইতিহাসের এক আকড় গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/নারায়ণগঞ্জে-সংষ্কৃতি-ঐতিহ্য-2502111602.jpg)
ইতিহাসের দিকে মুখ ফিরিয়ে থাকা জাতি আমরা, বড় বেশি দৃষ্টি নিবদ্ধ রাখি তাৎক্ষণিকতায়, মাতামাতি চলে হালফিল ঘটনা নিয়ে। তদুপরি ইতিহাস বিবেচনায় উপর মহলের রাজনৈতিক দ্বন্দ্ব ও পালাবদল মনোযোগ কাড়ে বেশি, সমাজের রূপান্তর রয়ে যায় অগোচরে। অথচ ইতিহাস এক মহাগ্রন্থ, বহু অধ্যায়ে তা বিন্যস্ত, বহু বিষয় তার অন্তর্গত। সেই গভীরতা ও বিস্তার বুঝতে চাই বহুকৌনিক আলোক সম্পাত, বিশেষভাবে আলোকিত দিক সমুহে, যেমন রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী ও জনপদ।
ইতিহাস অনুধাবনে আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম। যে-কাজে আমরা বিশেষ পারঙ্গম হইনি। জাতির এ দৈন্য মোচনে একক ভাবে বড় দায়িত্ব সম্পাদন করলেন রফিউর রাব্বি, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিল্পী, লেখক ও নারায়ণগঞ্জের জনসমাজের প্রতিনিধি। যে-কাজ একদল ঐতিহাসিকের, বড় মাপের প্রকল্প ছাড়া সম্পাদনের কথা ভাবা যায় না, জনকাতারের সদাব্যস্ত এই ব্যক্তিত্ব আপন তাগিদ থেকে সেই গুরু দায়িত্ব পালন করলেন। ঢাকার সমীপবর্তী, শহর হিসেবে মধ্যযুগীয় ঢাকার চাইতেও প্রাচীন এ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সমৃদ্ধ অথচ অকীর্তিত ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ললিত-কলা, শিল্প-বাণিজ্য ইত্যাদি প্রোজ¦ল হয়ে ফুটে উঠেছে “নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য” গ্রন্থে। বাংলাদেশের ইতিহাস-চর্চায় বিশেষ অবদান রাখবে শ্রমসাধ্য নিষ্ঠাবান ব্যতিক্রমী এই আকড় গ্রন্থ।
মফিদুল হক:
লেখক, গবেষক, ট্রাষ্টি: মুক্তিযুদ্ধ জাদুঘর