নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিমের শোরুম উদ্বোধন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিমের শোরুম উদ্বোধন 

নারায়ণগঞ্জে আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিমের ১৩৯৯ তম শোরুম উদ্বোধন হয়েছে। শনিবার সন্ধ্যায় ফিতা কেটে নারায়ণগঞ্জ  শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন আল জয়নাল ফেব্রিক্স মার্কেটে ওই শোরুমের উদ্বোধন করেন ব্লু ড্রিম  মানব সম্পদ বিভাগের হেড অব এইচআর আতাউর রহমান, শোরুমের মালিক শাহ আলমসহ অন্যান্যরা। 

উদ্বোধন শেষে  পোশাক কোম্পানি "ব্লু ড্রিম" এর মানবসম্পদ বিভাগ হেড অব এইচআর আতাউর রহমান  বলেন,ব্লু ড্রিমের শোরুম  শুধু বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সীমাবদ্ধ না, বরং পোলান্ড, সাইপ্রাস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, দুবাই, ভারত, কাতার, কুয়েতসহ ৫৩টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিম-এর পোশাক।।বিশ্বের ৫৩ টি দেশে এবং বাংলাদেশে এই গ্রুপের নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়  ১৩৯৯ টি শোরুম  রয়েছে।  

শিল্প নগরী নারায়ণগঞ্জবাসীকে   শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, ব্লু ড্রিমের সকল পোশাকের গুনগত মান এবং ন্যায্য মূল্যের কারণে বাংলাদেশ তথা বিশ্বের কাছে খুব সুনাম অর্জন করেছে।

শোরুমের মালিক নারায়ণগঞ্জ বন্দরের বাসিন্দা শাহ আলম জানান,  উদ্বোধনের পরপরই ক্রেতা সাধারণের ভীড় বাড়তে থাকে, পণ্যের মান অনুযায়ী দাম হাতের নাগালে বলেও জানিয়েছেন ক্রেতাসাধারণ।

শোরুমের মালিক নারায়ণগঞ্জ বন্দরের বাসিন্দা শাহ আলম জানান, উদ্বোধনের পরপরই ক্রেতা সাধারণের ভীড় বাড়তে থাকে, পণ্যের মান অনুযায়ী দাম হাতের নাগালে বলেও জানিয়েছেন ক্রেতাসাধারণ।
 

সম্পর্কিত বিষয়: