নারায়ণগঞ্জের কাচঁপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক আশিক মিয়া হত্যার দায়ে সোনারগাঁও থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহাসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিডিওটর পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, গত ১৪ই আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানা মামলা করে।
এর আগে গত ৪ই আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ কাচঁপুরে মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশিকসহ আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থানকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ অন্যান্য আসামিদের পরামর্শে, প্রত্যক্ষ হুকুমে আন্দোলনকারীদের এলো পাতালী গুলি করা হয়।
ওই গুলিতে আশিকের বুকের মধ্যে গুলি লাগে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ আশিক সহ ১৫-২০ জনকে প্রথমে আল বারাকা হসপিটালে ভর্তি করা হয়। কর্মরত চিকিৎসক খুবই খারাপ অবস্থা দেখলে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করায়। ঢাকা মেডিকেল কলেজ নেয়ার পর ৮ ই আগস্ট আশিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়।এই রিমান্ড শেষ হলে আরও তথ্য বেরিয়ে আসবে বলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান।
এর আগে সকাল সাড়ে নয়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনিসুল হককে আদালতে আনা হয়। শুনানি শেষে উৎসক জনতা আনিসুল হক কে চোর এবং ফাঁসি ফাঁসির দাবি স্লোগান দেন।