নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

যুবদলকর্মী শাওন হত্যা, ডিবির সেই এসআই কনক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৬, ৩ জানুয়ারি ২০২৫

যুবদলকর্মী শাওন হত্যা, ডিবির সেই এসআই কনক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমালোচিত উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (জানুয়ারী) ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে বৃহস্পতিবার রাতে তার ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে কনককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নং রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখেছেন। গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ৯ সেপ্টেম্বর মাহফুজুর রহমান কনককে ক্লোজ করেন। 

এদিকে এ ঘটনায় ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, সাবেক পাঁচ সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা এবং ও ডিবির সাবেক এসআই কনকসহ ৫২ জনকে।

সম্পর্কিত বিষয়: