রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেটকারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় অভিযুক্ত তিন আসামীকে দুই দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট নূর মহসীনের আদালত শুনানী শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, তিন আসামীর দুই দিন করে রিমান্ড শেষে হাজির করা হলে শুনানী শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি বলেন, আসামীরা রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদেরকে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানালে শুনানী শেষে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে গত রোববার সড়ক নিরাপত্তা আইনের মামলায় রূপগঞ্জ থানা পুলিশ তিন আসামী প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।