নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সেনা সদস্য হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৭:২০, ২১ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে সেনা সদস্য হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামের এক সেনা সদস্যকে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন।


সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম, এ রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং রায়টি দ্রুত কার্যকর করার দাবী জানান। 


বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে তার বন্ধু ফারহান হাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে গতিরোধ করেন। এসময় শাহীন আলমের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ছিনতাইকালে সে বাঁধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনে তিনজকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।


 

সম্পর্কিত বিষয়: