কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রকরে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাশাপাশি আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পাঁচ মামলার মধ্যে দুটি সিদ্ধিরগঞ্জে, একটি ফতুল্লা ও একটি সদর থানায় দায়ের করা হয়েছে। দুটি মামলা পুলিশ ও অপর তিনটি যথাক্রমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রাজউক জোন ৮ এবং শীতল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ দায়ের করেছে।
এদিকে সহিংসতার ঘটনায় ২৩ জুলাই থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১৪টি মামলা দায়ের হয়েছে। মামলায় নামীয় এবং অজ্ঞাত আসামি করা হয়েছে সাত হাজারের অধিক জনকে। গ্রেপ্তার হয়েছেন ৩৭৪ জন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।