ফতুল্লা থানার দুটি নাশকতার মামলায় মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুল রহমান ও শাহেদ নুরুদ্দিনের যৌথ বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।
জামিন প্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহমেদ পল্লব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ।
হাইকোর্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।