আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কুপিয়ে হত্যা ঘটনার মামলায় আরও দুই আসামি সাইফুল ও আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (২৯ মে) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে সাইফুল ও আমান হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজারের মাহবুব আলম হত্যা মামলায় দুই আসামি হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে গত (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেছিলেন।
কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- হাসমত আলী, আল আমিন, অনিক, হান্নান, নুরা, ডলি আক্তার, শান্ত। বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত (৪ এপ্রিল) দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে সকাল ৯টার দিকে কালীবাড়ি বাজারে বাজার করতে গেলে সেখান থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী হাসমত আলী নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজার থেকে ধরে টেনে হিছরে সিএনসি দিয়ে হাসমতের সিংরাটির বাড়িতে নিয়ে যায়।
এরপর বাড়ির কেচিগেইট লাগিয়ে হাসমতের সাথে থাকা আরও সন্ত্রাসীর ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরেরদিন মাহাবুব আলমের বড় ভাই মহিবুর রহমান বাদী হয়ে হাসমত আলীকে প্রধান আসামি করে ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।