নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৪, ১৫ মে ২০২৪

নারায়ণগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক'র সহায়তায় নারায়ণগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

বুধবার (১৫ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁনপুর ৩শ' শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ।

ব্র্যাকের জেলা ম্যানেজার মো. শামীম আল মামুন খানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. নাসিরুল হক তমাল। 

সভায় ব্র্যাকের কর্মকর্তাদের আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. নাহারুল ইসলাম, পিপিএম নাদিয়া সুলতানা ও পিপিএম আশরাফ আলি।

সম্পর্কিত বিষয়: