নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

জেগে ওঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলুন : মুশফিক

প্রকাশিত:০১:১৯, ৭ অক্টোবর ২০২০

জেগে ওঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলুন : মুশফিক

দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের।

এমন অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে যুব সমাজ। চুপ থাকলেন না জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। ধর্ষকদের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে মুশফিক লেখেন, ‘‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যে কোনো ধরণের যৌন নির্যাতন কখনোই মেনে নেয়া যাবে না। সমাজে এর কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।’’