নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সানারপাড়ে একটি স্কুলের সভাপতির কান্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:১৬, ২৪ জানুয়ারি ২০২৩

সিদ্ধিরগঞ্জে সানারপাড়ে একটি স্কুলের সভাপতির কান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে সানারপাড় শিক্ষা কমপ্লেক্সের তিনটি প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়েই প্রায় এক হাজারের বেশি কোমলমতি শিশুরা লেখাপড়া করে। এসব শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে ধূমপান করা কতটা ক্ষতিকর তা নিশ্চয়ই কোনো বিবেকবান সচেতন মানুষের অজানা নয়। অথচ যিনি প্রকাশ্যে ধূমপান করছেন তিনি হলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম। তার এমন কান্ডজ্ঞানহীন কর্মটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে।


দাবী উঠেছে, একটি বিশাল শিক্ষা কমপ্লেক্সের হাজার হাজার নিস্পাপ কোমলমতি ছাত্রছাত্রীর সুস্থ স্বাভাবিক মেধা বিকাশ ও কমপ্লেক্সের জন্য একটি উন্নত ও সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে অত্র সানারপাড় শিক্ষা কমপ্লেক্সটি অনতিবিলম্বে ধূমপান মুক্ত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও মাননীয় সাংসদের আন্তরিক হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ।

 

শনিবার (২১ জানুয়ারি) সানারপাড় শিক্ষা কমপ্লেক্স ফেসবুক আইডি থেকে এ নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: