নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

হুইপ বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলে ভোট বর্জন শাহজালালের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫১, ২১ মে ২০২৪

হুইপ বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলে ভোট বর্জন শাহজালালের

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, এজেন্টের হুমকি-ধামকি ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোট বর্জনের করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া।

 

মঙ্গলবার (২১ মে) বেলা তিনটায় আড়াইহাজার বাজার এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। দুবারের সাবেক এই উপজেলা চেয়ারম্যানের দাবি, আড়াইহাজারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে না। সাধারণ মানুষ ভোট দিতে পারছেন না। এখানে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নিয়ন্ত্রণে ভোট হচ্ছে।

 

তবে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম। তিনি  বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ওই প্রার্থী ভোট বর্জন করেছেন। তিনি যেসব অভিযোগ করেছেন, সবই মিথ্যা। তিনি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেননি। তিনি ঢাকায় ছিলেন।

 

সংবাদ সম্মেলনে শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৩৯টি কেন্দ্রের প্রতিটিতে এজেন্ট দিই। সংসদ সদস্যের লোকজন প্রতিনিয়ত তাঁদের হুমকি দিয়ে আসছিল। গত রাত থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্ট ও তাঁদের স্বজনদের তুলে এনে হুমকি দেওয়া হয়। কয়েকজন এজেন্ট পালিয়ে থেকে সকালে কেন্দ্রে যেতে চাইলে তাঁদের তুলে নিয়ে মারধর করে বেঁধে রাখা হয়। পরে একজন ম্যাজিস্ট্রেট গিয়ে এজেন্টদের উদ্ধার করেন এবং অভিযুক্ত একজনকে দুই বছরের কারাদণ্ড দেন।’

 

জাল ভোটের অভিযোগ তুলে শাহজালাল বলেন, বেলা ১১টা পর্যন্ত ৩ থেকে ৪ শতাংশ ভোট পড়ে। দুপুর ১২টার পর ঘোড়া ও আনারস প্রতীকের কর্মীরা যৌথভাবে কেন্দ্র দখল করে নেন। তারা জাল ভোট দেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিদা মোশাররফ একজনের পক্ষে জোর করে সিল মেরেছেন। জাহানারা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের খাবার দিয়েছেন ঘোড়া প্রতীকের এজেন্টরা। এই থেকে প্রমাণ হয়, ওই কর্মকর্তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন যোগসাজশ করে কেন্দ্র দখল করেন।

আড়াইহাজারে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়াসহ (দোয়াত-কলম) আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)। এর মধ্যে সাইফুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করে তার পক্ষে সংসদ সদস্য ও তার অনুসারীরা প্রকাশ্যে মাঠে নামেন।


আড়াইহাজারে একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিদা মোশাররফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে সকাল আটটা থেকে ১৩৯টি কেন্দ্রে একযোগে ভোট হচ্ছে।