নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে নির্বাচনে অংশ নেয়ায় জাহাঙ্গীরকে বিএনপি থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৬, ৬ মে ২০২৪

সোনারগাঁয়ে নির্বাচনে অংশ নেয়ায় জাহাঙ্গীরকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৬ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ করা হয়েছে। 

এতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বহিষ্কার হওয়া বিএনপি সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবারের উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী। এর আগেও তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন। 

এ বিষয়ে এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আমার কিছু জানা নেই। আমি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাই নি। তবে আমি এই নির্বাচনে শেষ পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে লড়াই করে যাবো। 

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হাইকমান্ড থেকে উপজেলা নির্বাচন বর্জন করার কড়া নির্দেশ রয়েছে। তাই এই নিয়ম যে মানবে না তার বিরুদ্ধেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।