দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমান। নির্বাচনে এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় এদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২৯২ ভোট পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এ এম এম একরামুল হক (চেয়ার, ৬ হাজার ৬৭৬ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) ছামছুল ইসলাম (একতারা, ১ হাজার ৭১৮ ভোট), তৃণমূল বিএনপির মোঃ আবদুল হামিদ ভাসানী ভূঁইয়া (সোনালী আঁশ, ১ হাজার ৮৩১ ভোট)।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার ২টি ও বন্দরের ৫ ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১০৮৮। এমোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ০২৬ জন। এখানে উভয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।