নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

ভোট দিলেন গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:০১, ৭ জানুয়ারি ২০২৪

ভোট দিলেন গোলাম দস্তগীর গাজী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন গোলাম দস্তগীর গাজী।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, তারাব ও কাঞ্চন পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি।

মোট ভোট কক্ষের সংখ্যা ৮১৭। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন ও নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন।

এখানে দুজন উভয় লিঙ্গের ভোটার রয়েছেন। নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।

এরা হলেন, আওয়ামী লীগ থেকে- গোলাম দস্তগীর গাজী, প্রতীক- নৌকা ; তৃণমূল বিএনপি থেকে- তৈমুর আলম খন্দকার, প্রতীক- সোনালী আঁশ; স্বতন্ত্র হয়ে- শাহজাহান ভূঁইয়া, প্রতীক- কেটলী; স্বতন্ত্র হয়ে- মো. হাবিবুর রহমান, প্রতীক- আলমিরা; স্বতন্ত্র হয়ে- গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রতীক- ঈগল; জাকের পার্টি থেকে- মো. জোবায়ের আলম, প্রতীক- গোলাপ ফুল; জাতীয় পার্টি থেকে- মো. সাইফল ইসলাম, প্রতীক- লাঙ্গল; স্বতন্ত্র হয়ে- মো. জয়নাল আবেদীন চৌধুরী, প্রতীক- ট্রাক; ইসলামিক ফ্রন্ট থেকে- একেএম শাহিদুল ইসলাম, প্রতীক- চেয়ার। দিন শেষে এই ৯ জনের মধ্য থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন।